Sunday, July 4, 2021

পথ চলিতে

 পথ চলিতে যদি চকিতে কভু দেখা হয়, পরান-প্রিয়!

চাহিতে যেনম আগের দিনে তেমিন মদির চোখে চাহিও॥
যদি গো সেদিন চোখে আসে জল,
লূকাতে সে জল করিও না ছল,
যে-প্রিয় নামে ডাকিতে মোরে সে-নাম ধরে বারেক ডাকিও॥

তোমার বঁধু পাশে (হায়) যদি রয়,
মোরও প্রিয় সে, করিও না ভয়,
কহিব তা’রে, ‘আমারপ্রিয়ারে আমারো অধিক ভালোবাসিও॥’
বিরহ-বিধুর মোরে হেরিয়া,
ব্যথা যদি পাও যাব সরিয়া,
রব না হ’য়ে পথের কাঁটা, মাগিব এ বর মোরে ভুলিও॥

No comments:

Post a Comment

অন্তর্দহন লিরিক Ontordohon Lyrics

  তোমার মৃত নগরীতে যতো বেচে থাকা ক্রন্দন তোমার শীতল শরীরে যত উষ্ণ স্পন্দন । তোমার যতো মৃত সত্ত্বায় শুকনো পাতার কম্পন তোমার যতো ভুল ভ্রান্তি ...

Site Developeved by Avijit Acharjee